মালদা

কীর্তনের আসরে হামলা ষাঁড়ের, আহত ২০ জন

কীর্তন চলা কালীন দুটি ষাঁড় মারামারি করতে গিয়ে কীর্তনের আসরে ঢুকে পড়ে। আর এই ঘটনায় আহত হয় কীর্তনের আসরে উপস্থিত থাকা ২০ জন ভক্ত। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতরা প্রত্যেকেই জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটে মালদার হবিপুর থানার আই হো এলাকার গান্ধি নগর গ্রামে আজ ভোর রাতে।

জানা গিয়েছে, আই হো এলাকার গান্ধি নগর গ্রামে বেশ কয়েকদিন ধরে চলছে রাতভোর হরিনাম সংকীর্তনের আসর। আর কীর্তন উপলক্ষে প্রচুর ভক্ত সমাগমের ভীর হচ্ছে মন্দির প্রাঙ্গণে। সেই মতো আজ ভোর রাতে ও চলছিল কীর্তন। সেই সময় দুটি ষাঁড় মারামারী করতে করতে আচমকায় কীর্তনের আসরে ঢুকে পরে। একদিকে ষাঁড়ের গুঁতো অন্যদিকে মানুষদের ছোটাছুটিতে জখম হয় ২০ জন ভক্ত। এদের মধ্যে এক জনকে কলকাতায় রেফার করা হয়েছে। বাকিরা মালদা জেলার বিভিন্ন হাসপাতাল ও গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ধীন।